Ajker Patrika

গাঁজা ও ফেনসিডিলসহ চৌদ্দগ্রামে গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ০২
গাঁজা ও ফেনসিডিলসহ চৌদ্দগ্রামে গ্রেপ্তার ৩

চৌদ্দগ্রাম থানা-পুলিশ গাঁজা ও ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের বাসিন্দা জিয়াদুর রহমান জীবন, উজিরপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের জুয়েল হাসান ও ডেমরা থানার শকুরছি গ্রামের আবদুল হালিম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডায় আরআর হোটেলের রান্নাঘরে অভিযান চালিয়ে লাকড়ির স্তূপের নিচে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজাসহ জিয়াদুল হাসান জীবনকে গ্রেপ্তার করে।

পৃথক অভিযানে জগমোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জুয়েল হাসান ও আবদুল হালিমকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ‘গ্রেপ্তার তিনজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত