চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামে দেড় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে শতাধিক চুলার গ্যাস বিচ্ছিন্ন হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
এদিকে আনুমানিক ৪০টি পরিবারের দাবি, তাঁদের গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। নিয়মিত বিল পরিশোধ করে আসছেন তাঁরা।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাঁচ থেকে ছয় বছর ধরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিপুলসংখ্যক পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এই সম্পূর্ণ গ্যাস লাইনটি অনুমোদনহীন। নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে অভিযান চালানো হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম, প্রকৌশলী ছগির আহমেদ, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক (সেফটি সিকিউরিটি) মো. শাহজাহান, ব্যবস্থাপক (প্রটোকল) মো. বেলায়েত হোসেন, উপব্যবস্থাপক (ভিজিল্যান্স) সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়াদের একজন রহিম মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছি। এখন এলপি গ্যাস ব্যবহার করতে হবে।’
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম বলেন, ‘বই অথবা অনলাইন কার্ডের মাধ্যমে ব্যাংকে বিল পরিশোধ করলে সঠিক হবে না। কারণ মূল লাইনটিই অবৈধ। দুই মাস আগে থেকে তদন্ত করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাসিন্দারা এখন বিষয়টি স্বীকার করছেন না।’
চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামে দেড় কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে শতাধিক চুলার গ্যাস বিচ্ছিন্ন হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
এদিকে আনুমানিক ৪০টি পরিবারের দাবি, তাঁদের গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। নিয়মিত বিল পরিশোধ করে আসছেন তাঁরা।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে, পাঁচ থেকে ছয় বছর ধরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের দেড় কিলোমিটার এলাকায় বিপুলসংখ্যক পরিবার অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এই সম্পূর্ণ গ্যাস লাইনটি অনুমোদনহীন। নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে অভিযান চালানো হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম, প্রকৌশলী ছগির আহমেদ, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী জিয়াউল হক চৌধুরী, ব্যবস্থাপক (সেফটি সিকিউরিটি) মো. শাহজাহান, ব্যবস্থাপক (প্রটোকল) মো. বেলায়েত হোসেন, উপব্যবস্থাপক (ভিজিল্যান্স) সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়াদের একজন রহিম মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার গ্যাস বিল পরিশোধের বই রয়েছে। হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছি। এখন এলপি গ্যাস ব্যবহার করতে হবে।’
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (কমন সার্ভিস) শাহনুর আলম বলেন, ‘বই অথবা অনলাইন কার্ডের মাধ্যমে ব্যাংকে বিল পরিশোধ করলে সঠিক হবে না। কারণ মূল লাইনটিই অবৈধ। দুই মাস আগে থেকে তদন্ত করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাসিন্দারা এখন বিষয়টি স্বীকার করছেন না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫