Ajker Patrika

আ.লীগের মনোনয়ন চান ১১৩ জন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৫৬
আ.লীগের মনোনয়ন চান ১১৩ জন

চৌদ্দগ্রামের ১২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান ১১৩ জন। মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের কাছে ফরম জমা দিয়েছেন। গত শুক্রবার ছিল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন।

দলীয় সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কাশিনগর ও গুণবতী ইউপিতে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে জনপ্রিয়তা যাচাই-বাছাই করে একজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবে উপজেলা আওয়ামী লীগ। প্রার্থী বাছাইয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে বলছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জি এম মীর হোসেন মীরুর নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

মনিটরিং কমিটির উপস্থিতিতে গতকাল শনিবার কয়েকটি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হয়ে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে গতকাল শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, গতকাল শনিবার ও আজ রোববার ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করা হচ্ছে। তৃণমূল নেতা-কর্মীদের মতামত ও জনপ্রিয়তার ভিত্তিতে উপজেলা পর্যায়ে নাম প্রস্তাব করা হবে। তারপর উপজেলা পর্যায়ে বর্ধিত সভা হবে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নের বিষয়ে কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।

নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো ১ নম্বর কাশিনগর, ২ নম্বর উজিরপুর, ৩ নম্বর কালিকাপুর, ৪ নম্বর শ্রীপুর, ৫ নম্বর শুভপুর, ৬ নম্বর ঘোলপাশা, ৮ নম্বর মুন্সিরহাট, ৯ নম্বর কনকাপৈত, ১০ নম্বর বাতিসা, ১১ নম্বর চিওড়া, ১২ নম্বর গুণবতী ও ১৩ নম্বর জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ (ইউপি)।

আগামী ২৩ ডিসেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল দায়ের, ৩ থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ৭ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত