Ajker Patrika

চৌদ্দগ্রামে আদা চাষে সম্ভাবনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ০৩
চৌদ্দগ্রামে আদা চাষে সম্ভাবনা

চৌদ্দগ্রামে পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বাগানে আদা চাষ করা হচ্ছে। এতে ফলন খুব ভালো না হলেও সম্ভাবনা দেখছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলছেন, আদা ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তাই বাড়ির আশপাশে যেকোনো স্থানে আদা চাষ করে পরিবারের চাহিদা মেটানো সম্ভব। এতে বাজারের ওপর চাপ কমবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর চৌদ্দগ্রামে এক হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে। মসলা জাতীয় ফসল আদা চাষ করে উপজেলার বেশ কয়েকজন কৃষক স্বল্প পরিসরে সফল হয়েছেন। তাঁরা চাষের পরিধি বাড়াতে আগ্রহী। উপজেলার মাটি ও আবহাওয়া আদা চাষের জন্য যথেষ্ট উপযোগী। কৃষি অধিদপ্তর আদা ও হলুদ চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে।

উপজেলার শ্রীপুর ইউনিয়নের নারচর এলাকার কৃষক মো. মজিবুর রহমান মঞ্জু বাড়ির পাশে ১০০ শতক জমিতে আদা চাষ করেছেন। এতে তাঁর খরচ হয় ৪০ হাজার টাকা। এই মৌসুমে তিনি দুই লাখ টাকা লাভের আশা করছেন।

মো. মজিবুর রহমান মঞ্জুর দেখাদেখি এলাকার অন্যান্য চাষিরাও আদা চাষে আগ্রহ প্রকাশ করছেন। মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আশা করি, এবার ফলন ভালো হবে। ফসল তোলার পর আবারও আদা চাষের জন্য প্রস্তুতি নেব।’

প্রতি বছর বাংলাদেশে প্রচুর পরিমাণ আদা আমদানি করা হয়। কিন্তু দেশে আদার চাষ বৃদ্ধি পেলে আদা আমদানির কমবে।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চৌদ্দগ্রামে আদার আবাদ ততটা সফল না হলেও আদা চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দুজন কৃষক আদা চাষ করে সফল হয়েছেন। অন্যান্য ইউনিয়নেও পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় বেশ কয়েকটি বাগানে আদার চাষ ভালো হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি মসলা জাতীয় ফসল যেমন আদা ও হলুদ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে। আদা ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তাই বাড়ির আশপাশে যেকোনো স্থানে আদা চাষ করা সম্ভব। আমরা প্রযুক্তিগত দিক দিয়ে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত