সীতাকুণ্ড উপকূলে রাত যাপনকালে ছিনতাইয়ের শিকার চার পর্যটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে ক্যাম্পিং করে রাত যাপনকালে চার পর্যটক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ভুক্তভোগী পর্যটক আইয়ান শাহরিয়ার নাঈম। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়ে তিনি অবগত নন।