পুকুরঘাটে পড়ে ছিল গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনুমিয়াজী বাড়ির পাশের পুকুরঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই নারীর কপালে, মুখে, মাথায় ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।