Ajker Patrika

বাঁশখালীতে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপ: স্বতন্ত্র ও নৌকার প্রার্থীকে তলব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৪
বাঁশখালীতে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপ: স্বতন্ত্র ও নৌকার প্রার্থীকে তলব

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেম মোহাম্মদ নোমান।

আজ বুধবার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘটিত উল্লিখিত ঘটনায় ২৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের সামনে প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি হাজির হয়ে এই ব্যাখ্যা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। দুজনের কাছে একই বিষয় উল্লেখ করে পৃথক চিঠিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় এমপি ও নৌকার প্রার্থী বাঁশখালী পৌর সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে বের হন। একই সময় স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের একদল সমর্থক উত্তর দিক থেকে আসলে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধুলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রনি দাশ ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তি আহত হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। এই ঘটনায় মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ২৩ ডিসেম্বর বেলা ২টায় নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানকে একই দিন দুপুর ১২টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সালেম মোহাম্মদ নোমানের সামনে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সালেম মোহাম্মদ নোমান জানান, ‘বাঁশখালীতে দুই প্রার্থীর সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, আহত ২’ শিরোনামে প্রকাশিত সংবাদ নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসার পর এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। উভয় প্রার্থীর কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত