Ajker Patrika

ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা: বাঁশখালী পৌর কাউন্সিলরের ৩ বছরের সাজা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা: বাঁশখালী পৌর কাউন্সিলরের ৩ বছরের সাজা

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা করায় নৌকার সমর্থক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুরকে (৩৯) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন।

গতকাল রোববার দুপুরে ভোটগ্রহণকালীন দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা করেন আব্দুল গফুর। এ অপরাধে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮১ অনুচ্ছেদ আইন অনুযায়ী গফুরের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট গ্রহণকালীন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যৌথ বেঞ্চ আব্দুল গফুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত