বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে সকালের দিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুরের পরে উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আসার পর প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকেরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনি বেরিয়ে আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িতেও হামলা করে লোকজন। এতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আহত হন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কেন্দ্র পরিদর্শনে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি সেখান থেকে চলে যান।’
একই সময়ে উপজেলার পুঁইছুড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আস্করিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয় কাউন্সিলর আব্দুল গফুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এই বিষয়ে কথা বলতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরল এলাকায় এমপির প্রতিপক্ষের সমর্থকেরা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্র থেকে নিয়ে আসে।’
চট্টগ্রাম-১৬ আসন ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় এলাকা। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৮৭৬ জন, নারী এক লাখ ৭২ হাজার ৮৯৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চট্টগ্রামের বাঁশখালীতে সকালের দিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুরের পরে উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আসার পর প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকেরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনি বেরিয়ে আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িতেও হামলা করে লোকজন। এতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আহত হন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কেন্দ্র পরিদর্শনে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি সেখান থেকে চলে যান।’
একই সময়ে উপজেলার পুঁইছুড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আস্করিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয় কাউন্সিলর আব্দুল গফুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এই বিষয়ে কথা বলতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরল এলাকায় এমপির প্রতিপক্ষের সমর্থকেরা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্র থেকে নিয়ে আসে।’
চট্টগ্রাম-১৬ আসন ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় এলাকা। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৮৭৬ জন, নারী এক লাখ ৭২ হাজার ৮৯৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে