Ajker Patrika

এমপি মোস্তাফিজের বাড়ির কেন্দ্রে ভোটের লাইনে কিশোরেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪: ৫০
এমপি মোস্তাফিজের বাড়ির কেন্দ্রে ভোটের লাইনে কিশোরেরা

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটের সারিতে বেশ কয়েকজন কিশোরকে দেখা গেছে। উপজেলার জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রটি বাঁশখালী আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়ির পাশেই।

সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলাবিশিষ্ট ওই কেন্দ্রের নিচে ভোটারের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রের ভেতরেও শতাধিক মানুষের জটলা। এখানে যারা সারিতে দাঁড়িয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৪ বছর।

এ সময় দেখা গেছে, এখানে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। ভোটার না হয়েও ভোট দেয় বেশ কয়েকজন কিশোর। এমন একজন (১২) ভোট দিয়ে বের হলে জাতীয় পরিচয়পত্র আছে কি না জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যায়। ওই কিশোরের সঙ্গে এসেছে আরও ১০-১২ জন কিশোর। তাদের কারও জাতীয় পরিচয়পত্র নেই।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গিয়াস উদ্দিন চৌধুরী আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘ভোটার না হয়েও যারা লাইনে দাঁড়িয়েছে, তাদের বের করে দিয়েছি। তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯৯ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৭১৩টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত