সাভারে বিএলএফের নারী দিবস উদ্যাপন
বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) কর্তৃক সাভার চামড়া শিল্প নগরীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে এই আয়োজন করে বিএলএফ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল-‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।