Ajker Patrika

সাভারে বিএলএফের নারী দিবস উদ্‌যাপন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৫: ১৭
সাভারে বিএলএফের নারী দিবস উদ্‌যাপন

বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) কর্তৃক সাভার চামড়াশিল্প নগরীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে অবস্থিত বিসিক চামড়াশিল্প নগরীতে এই আয়োজন করে বিএলএফ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। 

আজ বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এই উদ্‌যাপনে আরও অংশগ্রহণ করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এতে সহায়তা করে দাতা সংস্থা ‘দি এশিয়া ফাউন্ডেশন’ ও ‘মনডিয়াল এফএনভি’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই র‍্যালিতে বিভিন্ন ট্যানারি কারখানার প্রায় ২০০ নারী ও পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন। 

র‍্যালির পর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন বিএলএফের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান এবং সভাপতিত্ব করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। 

নারী দিবস উপলক্ষে র‍্যালির পর আলোচনা সভার আয়োজন করা হয়আলোচনা সভায় বক্তারা ট্যানারিশিল্পে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শ্রম আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ এবং নারী শ্রমিকের অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন কারখানার মালিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম সাজ্জাদ হোসেন খান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা হাফিজা খানম নীলা, বিএলএফের ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) খন্দকার ফয়সাল আহমেদ এবং ট্যানারিতে কর্মরত বিভিন্ন নারী শ্রমিকেরা।

আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ও স্লোগান নিয়ে রোড শোর আয়োজন করা হয়এ ছাড়া দিনভর ট্যানারিশিল্প নগরী ও এর আশপাশের এলাকায় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ও স্লোগান নিয়ে রোড শোর আয়োজন করা হয়। বিসিক চামড়াশিল্প নগরীতে রোড শো চলাকালীন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন ফ্যাক্টরির নারী ও পুরুষ শ্রমিক রোড শো উপভোগ করার জন্য রাস্তায় বের হয়ে আসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত