Ajker Patrika

শিশু চুরি, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ৩১
শিশু চুরি, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

সাভারে খেলার সময় জামেলা (৩) নামের এক মেয়ে শিশুকে তুলে নিয়ে গেছেন বোরকা পরা এক অজ্ঞাত পরিচয় নারী। এ ঘটনায় সাভার থানায় মামলা করেছেন শিশুটির মা শিলা বেগম। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল।

এর আগে গত বুধবার সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে থেকে শিশু জামেলাকে চুরি করে নিয়ে যান ওই নারী। চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার নানা-নানি ও মা শিলা বেগমের সঙ্গে সাভারের থানা রোড এলাকায় ভাড়া থাকত।

ভুক্তভোগী শিলা বেগম বলেন, ‘আমি ১০ বছর আগে রাজবাড়ী থেকে সাভার আসি। এখানে স্বামীসহ থাকতাম। স্বামী আমাকে রেখে চলে গেছে। গত ৪ বছর আমাকে ভরণপোষণ দিচ্ছে না স্বামী। একটি পোশাক কারখানায় কাজ করি। মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। জামেলার নানি বাসাবাড়িতে কাজ করে। ওর নানা ফেরি করে ডিম-চা বিক্রি করে। বুধবার আমি কাজে গেলে দুপুরে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় একজন বোরকা পরা নারী তাকে তুলে নিয়ে চলে যান। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরকা পরিহিত নারী রাস্তায় শিশুটিকে পাওয়ামাত্র তাকে কোলে তুলে নিয়ে চলে যান।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে মামলা করা হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য আশপাশের আরও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত