সাভার (ঢাকা) প্রতিনিধি
জামালপুর থেকে সাভারে চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তিনি সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
তিনি জামালপুর জেলা সদরের নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক এবং নান্দিনা এলাকার মশিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষক সাভারের আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। ওই দিন রাতে তিনি মদ পান করে বাসায় যান। এরপর গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বাড়ির তত্ত্বাবধায়ক আশরাফুল আলম বলেন, বাড়ির দ্বিতীয় তলায় গত দুই মাস আগে বাসা ভাড়া নেন আবুল কাশেম নামের এক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বিকেলে আবুল কাশেমের চাচাতো ভাই স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। এরপর আজ বুধবার সকালে শুনি তিনি মদ্যপান করে মারা গেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ওই শিক্ষক অতিরিক্ত মদপান করার ফলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে দিয়ে এসআই জানান, সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন তিনি। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
জামালপুর থেকে সাভারে চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। এর আগে তিনি সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
তিনি জামালপুর জেলা সদরের নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক এবং নান্দিনা এলাকার মশিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষক সাভারের আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। ওই দিন রাতে তিনি মদ পান করে বাসায় যান। এরপর গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে বাড়ির তত্ত্বাবধায়ক আশরাফুল আলম বলেন, বাড়ির দ্বিতীয় তলায় গত দুই মাস আগে বাসা ভাড়া নেন আবুল কাশেম নামের এক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বিকেলে আবুল কাশেমের চাচাতো ভাই স্ত্রী-সন্তানসহ বেড়াতে আসেন। এরপর আজ বুধবার সকালে শুনি তিনি মদ্যপান করে মারা গেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ওই শিক্ষক অতিরিক্ত মদপান করার ফলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে দিয়ে এসআই জানান, সাভারের একটি ক্লাবে মদপান করেছিলেন তিনি। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারী জাইমা খাতুনকে (৩৫) হত্যার ঘটনায় তাঁর ভাই আসানুল খাঁ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগেকক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা তিন রাস্তার মোড় গ্রামে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের যাত্রাবাড়ী থেকে দাউদকান্দি পর্যন্ত এ যানযট রয়েছে।
৩২ মিনিট আগে