Ajker Patrika

ট্রাম্পের শুল্কে ধ্বংসের মুখে আফ্রিকার দেশ লেসোথোর পোশাক খাত, ৬০ হাজার কর্মসংস্থান ঝুঁকিতে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৭: ৫৪
রাজধানী মাসেরুতে অবস্থিত নিয়েন হসিং আন্তর্জাতিক লেসোথো পোশাক কারখানা। ছবি: ফাইন্যান্সিয়াল টাইমসের সৌজন্যে
রাজধানী মাসেরুতে অবস্থিত নিয়েন হসিং আন্তর্জাতিক লেসোথো পোশাক কারখানা। ছবি: ফাইন্যান্সিয়াল টাইমসের সৌজন্যে

আফ্রিকার শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ লেসোথোর রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর হলে পুরো পোশাকশিল্প খাত ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী মোখেথি শেলিলে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে কর্মসংস্থান হারাতে পারেন প্রায় ৬০ হাজার মানুষ।

সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী শেলিলে জানান, সরকার ইতিমধ্যে দেশটিতে ‘জাতীয় দুর্যোগ অবস্থা’ ঘোষণা করেছে। তাদের লক্ষ্য, যাতে আগামী দুই বছরে অন্যান্য খাতে দ্রুত ৬০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়।

বাণিজ্যমন্ত্রী শেলিলে বলেন, ‘আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি যুক্তরাষ্ট্র যেন আমাদের জন্য একটি সহনীয় শুল্কহার নির্ধারণ করে। এই হার অবশ্যই ১০ শতাংশের নিচে হতে হবে। এর বেশি হলে আমাদের যুক্তরাষ্ট্রমুখী গার্মেন্টস রপ্তানি হয় অন্য বাজারে যেতে বাধ্য হবে, না হয় বন্ধ হয়ে যাবে।’

দক্ষিণ আফ্রিকার পাহাড়ঘেরা ক্ষুদ্র রাজ্য লেসোথো (জনসংখ্যা ২৩ লাখ) ২৫ বছর ধরে ‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ (AGOA)-এর অধীনে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত পোশাক রপ্তানি করে আসছিল। এই সুযোগেই তারা লেভিস, র‍্যাঙ্গলারসহ যুক্তরাষ্ট্রের নামকরা ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী দেশে পরিণত হয়। তবে ট্রাম্প প্রশাসন চলতি বছরের এপ্রিলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়— যা কোনো দেশের ওপর নির্ধারিত সর্বোচ্চ শুল্কের একটি।

লেসোথোর রপ্তানিনির্ভর গার্মেন্টস খাত দেশটির সবচেয়ে বড় বেসরকারি নিয়োগদাতা, যেখানে প্রায় ৪০ হাজার মানুষ কাজ করতেন। তবে শুল্ক ঘোষণার পর থেকে শত শত শ্রমিক ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির অর্থ কাটছাঁটের কারণে আরও অনেকেই বিভিন্ন বেসরকারি খাত থেকে চাকরি হারিয়েছেন।

দেশটির মোট ২ বিলিয়ন ডলারের জিডিপির প্রায় ১০ শতাংশই পোশাক রপ্তানি থেকে আসে। কিন্তু এই খাত মূলত ক্ষীণ মুনাফার ওপর চলে, ফলে সামান্য ধাক্কাতেই অনেক কারখানা ঝুঁকিতে পড়ে গেছে।

দেশটির অন্যতম বৃহৎ পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফ্রি এক্সপোর প্রতিষ্ঠাতা তেবোহো কোবেলি বলেন, ‘যেসব কারখানা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে পোশাক রপ্তানি করছে না, তারা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। যারা কিছুটা সৌভাগ্যবান, তারা এখন শুধু আগের প্রক্রিয়াধীন অর্ডার শেষ করছে। তবে নতুন কোনো অর্ডার আসছে না।’

বাণিজ্যমন্ত্রী শেলিলে জানান, জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার আর দশটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত কৃষি ও নির্মাণ খাতে কর্মসংস্থান তৈরির কাজ করছে। সরকার ইতিমধ্যে সব মন্ত্রণালয়কে তাদের বাজেটের ৩ শতাংশ ২২ দশমিক ২ মিলিয়ন ডলারের একটি তহবিলে জমা দিতে বলেছে, যা দিয়ে যুবকদের জন্য অনুদান ও উদ্যোক্তা ঋণ দেওয়া হবে। দেশটির যুব বেকারত্বের হার প্রায় ৪৮ শতাংশ।

শেলিলে বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ছোট ও প্রান্তিক দেশগুলোর সঙ্গে আচরণ করছে, তা পুরোনো ক্ষতের ওপর নতুন আঘাত। টিউলিপ কনসালটিংয়ের প্রধান নির্বাহী ও আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ কোলে ভ্যান ডার ভেন বলেন, যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির মাত্র ০ দশমিক ০২ শতাংশ আসে লেসোথো থেকে। সে ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ একেবারেই যুক্তিহীন। তিনি আরও বলেন, পোশাকশিল্প একটি খণ্ডিত ভ্যালু চেইন খাত। এর বেশির ভাগ মূল্য লেসোথোতে সংযোজন হয় না। সুতরাং যুক্তরাষ্ট্র যদি ঘাটতি কমাতে চায়, তবে লেসোথো ভুল টার্গেট।

শেলিলে বর্তমানে কেপটাউনে অনুষ্ঠিত একটি ফ্যাশন বায়ার্স ইভেন্টে রয়েছেন, যেখানে লেসোথোর রপ্তানিকারকেরা তাঁদের পোশাক প্রদর্শন করছেন। তিনি বলেন, ‘এই সংকটই সরকারকে মার্কেট বৈচিত্র্যায়ণের পথে জোর দিতে বাধ্য করেছে। আমরা এখন দক্ষিণ আফ্রিকার বাজারে প্রবেশের চেষ্টা করছি, যাতে অন্তত কিছু পণ্য সেদিকে রপ্তানি করা যায়।’

তবে বিশ্লেষকেরা মনে করছেন, আফ্রিকান বাজারে মার্কিন বাজারের বিকল্প খোঁজা খুব সহজ হবে না। জোহানেসবার্গভিত্তিক এক্সএ গ্লোবাল ট্রেড অ্যাডভাইজার্সের প্রধান নির্বাহী ডোনাল্ড ম্যাককেই বলেন, ‘অন্য আফ্রিকান দেশগুলো সাধারণত যুক্তরাষ্ট্রের মতো পোশাক বা পণ্য ব্যবহার করে না। ফলে আপনি যুক্তরাষ্ট্রকে আফ্রিকার মাধ্যমে প্রতিস্থাপন করতে পারবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...