নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
২২ মিনিট আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
৩১ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে