নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি দুই হাজার ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর দুই বছরেরও বেশি সময় পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। যা সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ছয় হাজার পয়েন্টের ওপরে ছিল। এ ছাড়া ডিএসইতে একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে ঊর্ধ্বমুখী ধারায় থাকা পুঁজিবাজারে রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ছয় হাজার আট পয়েন্টে উঠে এসেছে। যা আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেশি। সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে রোববার দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া রোববার ডিএসইতে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে রোববার লেনদেনের পর ডিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৪৫৯ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল পাঁচ লাখ দুই হাজার ৭৪৩ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।
রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৮৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৬৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ইফাদ অটোস রয়েছে তৃতীয় স্থানে।
রোববার লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-এবি ব্যাংক, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং যমুনা ব্যাংক।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১ টির দাম বেড়েছে, কমেছে ১৪৩ টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি দুই হাজার ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর দুই বছরেরও বেশি সময় পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছয় হাজার পয়েন্ট অতিক্রম করেছে। যা সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ছয় হাজার পয়েন্টের ওপরে ছিল। এ ছাড়া ডিএসইতে একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে ঊর্ধ্বমুখী ধারায় থাকা পুঁজিবাজারে রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ছয় হাজার আট পয়েন্টে উঠে এসেছে। যা আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেশি। সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে রোববার দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া রোববার ডিএসইতে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।
প্রধান মূল্যসূচকের পাশাপাশি ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৪ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে রোববার লেনদেনের পর ডিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৪৫৯ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল পাঁচ লাখ দুই হাজার ৭৪৩ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৭১৬ কোটি টাকা।
রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের ৮৯ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৬৯ কোটি ১৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ইফাদ অটোস রয়েছে তৃতীয় স্থানে।
রোববার লেনদেনের দিক থেকে ডিএসইতে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-এবি ব্যাংক, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং যমুনা ব্যাংক।
এ ছাড়া রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। সিএসইতে ১০৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১ টির দাম বেড়েছে, কমেছে ১৪৩ টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
১৮ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১ দিন আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১ দিন আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে