Ajker Patrika

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি ও বাংলাদেশ নির্বাচন কমিশনের চুক্তি

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি ও বাংলাদেশ নির্বাচন কমিশনের চুক্তি

সংরক্ষিত তথ্য-উপাত্ত যাচাই ও সেবা গ্রহণের লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মধ্যে চুক্তি সই হয়েছে। গত বুধবার এই চুক্তি সই হয়। 

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি বাস্তবায়নাধীন মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (এমএফ-সিআইবি) আওতায় এই দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

অথোরিটি পক্ষে নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম চুক্তিতে সই করেন। 

অনুষ্ঠানে অথোরিটি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান (গ্রেড-১) মো. ফসিউল্লাহ্, নির্বাচন কমিশনের নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া অথোরিটি ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

চুক্তির ফলে সনদ পাওয়া সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অথোরিটি মাধ্যমে সব গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও উপাত্ত যাচাই করতে পারবেন। এর মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিতকরণের পাশাপাশি গ্রাহকের পরিচয়ের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দ্বৈত পরিহার করা যাবে এবং নির্ভুল ও সঠিক এমএফ-সিআইবি তৈরি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত