নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্লাস্টিকশিল্পের দ্রুত বিকাশমান উপখাত হয়ে উঠেছে খেলনা বা টয় উৎপাদন। অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ার পাশাপাশি বাড়ছে রপ্তানিও। গুণগতমানের দেশীয় খেলনা এখন আমদানির বিকল্প হিসেবে বাজার ধরছে। আন্তর্জাতিক বাজারে চীনের একক আধিপত্য কমে যাওয়ায় বাংলাদেশি খেলনা রপ্তানির নতুন জানালা উন্মুক্ত হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এই খাতকে আরও বিস্তৃত করতে জরুরি প্লাস্টিক শিল্পনগরী প্রতিষ্ঠা ও কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) প্লাস্টিক খেলনা পণ্য প্রদর্শনী বা টয় এক্সপো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কে এম ইকবাল হোসেন, সহসভাপতি কাজী আনোয়ারুল হকসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দেশে খেলনাশিল্পের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ, যা ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে এ খাত থেকে রপ্তানি আয় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। যথাযথ নীতিগত সহায়তা পেলে আগামী পাঁচ বছরে রপ্তানি আয় এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ ও ২৩ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে দুই দিনের টয় এক্সপো। যৌথভাবে এর আয়োজন করছে বিপিজিএমইএ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প। এক্সপোতে দেশি-বিদেশি খেলনা, সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শিত হবে। মেলাটি খেলনাশিল্পের পেশাদার ক্রেতা ও সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য একটি সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মতো দেশে খেলনাশিল্পে ব্যবহৃত প্রযুক্তি বিশ্বমানের হলেও বাংলাদেশ এখনো সেই মানদণ্ডে পৌঁছাতে পারেনি। উদ্যোক্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজাইন ও উৎপাদন দক্ষতা না বাড়ালে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। টেকসই উন্নয়নের জন্য এ খাতে অবকাঠামোগত সহযোগিতা, কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় এবং প্রযুক্তি হস্তান্তরে সরকারি সহায়তা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে খেলনাশিল্পের বিকাশে সরকারের কাছে উদ্যোক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন—দ্রুত প্লাস্টিক শিল্পনগরী স্থাপন; কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়; আধুনিক প্রযুক্তি হস্তান্তরে সহায়তা; বিশ্বমানের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারি সহযোগিতা।
দেশের প্লাস্টিকশিল্পের দ্রুত বিকাশমান উপখাত হয়ে উঠেছে খেলনা বা টয় উৎপাদন। অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ার পাশাপাশি বাড়ছে রপ্তানিও। গুণগতমানের দেশীয় খেলনা এখন আমদানির বিকল্প হিসেবে বাজার ধরছে। আন্তর্জাতিক বাজারে চীনের একক আধিপত্য কমে যাওয়ায় বাংলাদেশি খেলনা রপ্তানির নতুন জানালা উন্মুক্ত হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এই খাতকে আরও বিস্তৃত করতে জরুরি প্লাস্টিক শিল্পনগরী প্রতিষ্ঠা ও কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) প্লাস্টিক খেলনা পণ্য প্রদর্শনী বা টয় এক্সপো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কে এম ইকবাল হোসেন, সহসভাপতি কাজী আনোয়ারুল হকসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দেশে খেলনাশিল্পের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ, যা ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে এ খাত থেকে রপ্তানি আয় ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। যথাযথ নীতিগত সহায়তা পেলে আগামী পাঁচ বছরে রপ্তানি আয় এক বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ ও ২৩ মে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে দুই দিনের টয় এক্সপো। যৌথভাবে এর আয়োজন করছে বিপিজিএমইএ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প। এক্সপোতে দেশি-বিদেশি খেলনা, সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শিত হবে। মেলাটি খেলনাশিল্পের পেশাদার ক্রেতা ও সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য একটি সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মতো দেশে খেলনাশিল্পে ব্যবহৃত প্রযুক্তি বিশ্বমানের হলেও বাংলাদেশ এখনো সেই মানদণ্ডে পৌঁছাতে পারেনি। উদ্যোক্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজাইন ও উৎপাদন দক্ষতা না বাড়ালে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। টেকসই উন্নয়নের জন্য এ খাতে অবকাঠামোগত সহযোগিতা, কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় এবং প্রযুক্তি হস্তান্তরে সরকারি সহায়তা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে খেলনাশিল্পের বিকাশে সরকারের কাছে উদ্যোক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন—দ্রুত প্লাস্টিক শিল্পনগরী স্থাপন; কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়; আধুনিক প্রযুক্তি হস্তান্তরে সহায়তা; বিশ্বমানের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারি সহযোগিতা।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
১৪ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১৭ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১ দিন আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
১ দিন আগে