Ajker Patrika

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ, ভরি ১ লাখ ৯০ হাজার টাকা ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ, ভরি ১ লাখ ৯০ হাজার টাকা ছুঁই ছুঁই

দেশের বাজারে সোনার আরেক দফা বাড়ল। এবার সাত দিনের ব্যবধানে সোনার ভরি একলাফে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৮৯ লাখ ৬২২ টাকায় দাঁড়াল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামীকাল বুধবার সোনার নতুন দাম কার্যকর হবে হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ার কারণে সোনার দাম সমন্বয় করা হচ্ছে।

তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি। যেহেতু বৈধপথে সেভাবে সোনা আমদানি হয় না, সেহেতু জুয়েলার্স সমিতি কৌশলগতভাবে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে না।

বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। তার পেছনের কারণ হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে আজ মঙ্গলবার একপর্যায়ে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৭৯ ডলারে দাঁড়ায়।

এর আগে দেশের বাজারে চলতি মাসে সোনার দাম পাঁচ দফা বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে কাল থেকে আরেক দফা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড হবে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে এক ভরি ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৮৯ লাখ ৬২২ টাকা। একইভাবে ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ এবং সনাতন পদ্ধতির সোনা কিনতে খরচ হবে ভরিপ্রতি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে বাড়ছে ৩ হাজার ৬৭৫ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৫৫৫ টাকা বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত