আজকের পত্রিকা ডেস্ক
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনির ‘ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড’ এখন ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই ট্রেন্ডের মাঝেই এক নারী ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানিয়ে ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ওই নারী জানান, তিনিও এই ট্রেন্ডে অংশ নিয়েছিলেন। নিজের একটি ছবি জেমিনিতে আপলোড করে শাড়ি পরিহিত রূপে একটি এডিটেড ছবি তৈরির অনুরোধ করেন। তবে তৈরি হওয়া ছবিতে এমন কিছু ছিল, যা তাঁকে হতবাক করেছে।
ওই নারী বলেন, ‘আমি যখন ছবি জেনারেট (তৈরি) করলাম, তখন খুবই ভয়ংকর একটা জিনিস দেখলাম। জেমিনি কীভাবে জানল আমার শরীরের এই জায়গায় একটি তিল আছে? ছবিতে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর ও অস্বস্তিকর। এখনো বুঝতে পারছি না এটা কীভাবে হলো। আমি শুধু চাই সবাই সচেতন থাকুক। সামাজিক যোগাযোগমাধ্যম বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার আগে সাবধান হন।’
তিনি মূলত ফুল স্লিভ (পূর্ণ হাতার) সালোয়ার-কামিজ পরা একটি ছবি আপলোড করেন। তবে জেমিনির তৈরি করা ছবিতে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। আর শাড়ির আঁচলের নিচে তাঁর ডান হাতের তিলটি দেখা যায়, যা বাস্তবেই তাঁর হাতের একই জায়গায় রয়েছে।
ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। অনেক ব্যবহারকারী জানান, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন, ছবিতে এমন কিছু দেখা গেছে, যা মূল ছবিতে ছিল না।
এক ব্যবহারকারী লেখেন, ‘সবকিছুই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। জেমিনি গুগলের, আর গুগল আমাদের ফোনের ছবি ও ভিডিও স্ক্যান করতে পারে। তাই এই ছবিগুলো বানানো হয় আরও নির্ভুলভাবে।’
আরেকজন মন্তব্য করেন, ‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। আমার শরীরের ট্যাটু, যা ছবিতে দেখা যাচ্ছিল না, সেটাও জেমিনির বানানো ছবিতে স্পষ্ট দেখা গেছে।’
তৃতীয় একজন লেখেন, ‘এটাই এআইয়ের কাজ। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে এআই আপনার অতীতের ছবি ব্যবহার করে রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ছবি তৈরি করে।’
আরও একজন বলছেন, ‘এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এআই আপনার ইন্টারনেটে আপলোড করা ছবি বিশ্লেষণ করে এবং অনুরোধ অনুযায়ী রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ইমেজ বানায়। ব্যস, এতটুকুই।’
ন্যানো ব্যানানা কী
ন্যানো ব্যানানা হলো গুগলের জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং এআই মডেল। এটি প্রথমে জনপ্রিয়তা পায় থ্রিডি ফিগারজাতীয় এডিট বানানোর মাধ্যমে। পরে এটি ‘শাড়ি ট্রেন্ড’-এ বিস্তার লাভ করে। বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে।
এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ছবিকে এমনভাবে রূপান্তর করতে পারেন, যেন তাঁরা প্রাচীন বা ক্ল্যাসিক ব্যাকড্রপে শাড়ি পরিহিত অবস্থায় রয়েছেন। তবে এই সুবিধাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি সচেতনতারও প্রয়োজন। ব্যবহারকারীদের এমন এআই টুল ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: এনডিটিভি
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনির ‘ন্যানো ব্যানানা শাড়ি ট্রেন্ড’ এখন ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তবে এই ট্রেন্ডের মাঝেই এক নারী ভয়ংকর এক অভিজ্ঞতার কথা জানিয়ে ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ওই নারী জানান, তিনিও এই ট্রেন্ডে অংশ নিয়েছিলেন। নিজের একটি ছবি জেমিনিতে আপলোড করে শাড়ি পরিহিত রূপে একটি এডিটেড ছবি তৈরির অনুরোধ করেন। তবে তৈরি হওয়া ছবিতে এমন কিছু ছিল, যা তাঁকে হতবাক করেছে।
ওই নারী বলেন, ‘আমি যখন ছবি জেনারেট (তৈরি) করলাম, তখন খুবই ভয়ংকর একটা জিনিস দেখলাম। জেমিনি কীভাবে জানল আমার শরীরের এই জায়গায় একটি তিল আছে? ছবিতে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা খুবই ভয়ংকর ও অস্বস্তিকর। এখনো বুঝতে পারছি না এটা কীভাবে হলো। আমি শুধু চাই সবাই সচেতন থাকুক। সামাজিক যোগাযোগমাধ্যম বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার আগে সাবধান হন।’
তিনি মূলত ফুল স্লিভ (পূর্ণ হাতার) সালোয়ার-কামিজ পরা একটি ছবি আপলোড করেন। তবে জেমিনির তৈরি করা ছবিতে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। আর শাড়ির আঁচলের নিচে তাঁর ডান হাতের তিলটি দেখা যায়, যা বাস্তবেই তাঁর হাতের একই জায়গায় রয়েছে।
ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে এবং শত শত মন্তব্য জমা পড়েছে। অনেক ব্যবহারকারী জানান, তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন, ছবিতে এমন কিছু দেখা গেছে, যা মূল ছবিতে ছিল না।
এক ব্যবহারকারী লেখেন, ‘সবকিছুই এখন একে অপরের সঙ্গে সংযুক্ত। জেমিনি গুগলের, আর গুগল আমাদের ফোনের ছবি ও ভিডিও স্ক্যান করতে পারে। তাই এই ছবিগুলো বানানো হয় আরও নির্ভুলভাবে।’
আরেকজন মন্তব্য করেন, ‘আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। আমার শরীরের ট্যাটু, যা ছবিতে দেখা যাচ্ছিল না, সেটাও জেমিনির বানানো ছবিতে স্পষ্ট দেখা গেছে।’
তৃতীয় একজন লেখেন, ‘এটাই এআইয়ের কাজ। আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে এআই আপনার অতীতের ছবি ব্যবহার করে রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ছবি তৈরি করে।’
আরও একজন বলছেন, ‘এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এআই আপনার ইন্টারনেটে আপলোড করা ছবি বিশ্লেষণ করে এবং অনুরোধ অনুযায়ী রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী ইমেজ বানায়। ব্যস, এতটুকুই।’
ন্যানো ব্যানানা কী
ন্যানো ব্যানানা হলো গুগলের জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং এআই মডেল। এটি প্রথমে জনপ্রিয়তা পায় থ্রিডি ফিগারজাতীয় এডিট বানানোর মাধ্যমে। পরে এটি ‘শাড়ি ট্রেন্ড’-এ বিস্তার লাভ করে। বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে।
এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ছবিকে এমনভাবে রূপান্তর করতে পারেন, যেন তাঁরা প্রাচীন বা ক্ল্যাসিক ব্যাকড্রপে শাড়ি পরিহিত অবস্থায় রয়েছেন। তবে এই সুবিধাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তি যেমন সুবিধা দেয়, তেমনি সচেতনতারও প্রয়োজন। ব্যবহারকারীদের এমন এআই টুল ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: এনডিটিভি
আগামী ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০ এর জন্য আনুষ্ঠানিক সব সমর্থন বন্ধ করে দেবে মাইক্রোসফট। এই সময়ের পর থেকে অপারেটিং সিস্টেমটি আর নিরাপত্তা আপডেট, মেইনটেন্যান্স, এবং প্রযুক্তিগত সহায়তা পাবে না। তবে আশার কথা, মাইক্রোসফট ‘এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস (ইএসইউ) ’ নামের একটি প্রোগ্রামের আওতায় উইন্ডোজ ১০ ব্যব
২ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ২৬ সফটওয়্যার আপডেট গতকাল সোমবার থেকে আইফোন ১১, আইফোন এসই ২ এবং পরবর্তী মডেলগুলোর জন্য উন্মুক্ত হয়েছে। আইওএস ২৬-এর প্রধান আকর্ষণ হলো অ্যাপলের লিকুইড গ্লাস ডিজাইন, যেখানে স্ক্রিনের উপাদানগুলো যেন কাঁচের মতো স্বচ্ছ এবং ঝলমলে দেখায়।
৩ ঘণ্টা আগেচাকরি চলে যাওয়ার মতো ঘটনা কি শুধু কর্মীদের সঙ্গেই ঘটে? সাধারণত এমনটাই হয়। কিন্তু বিশ্বের এমন অনেক টেক জায়ান্ট প্রতিষ্ঠাতা রয়েছেন, যাঁরা নিজেদের প্রতিষ্ঠান থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন।
৪ ঘণ্টা আগেটেসলার প্রায় ১ বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার মূল্যের শেয়ার কিনেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। এক নিয়ন্ত্রক নথিতে এ তথ্য দেখা যায়। এর মাধ্যমে টেসলার ওপর মাস্কের নিয়ন্ত্রণ আরও জোরদার হলো।
৫ ঘণ্টা আগে