নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ বরাদ্দে রক্ষণশীলতা ও নির্বাচনী ডামাডোলে অর্থবছরের পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন মাত্র ১৭ শতাংশ। এটি গত ছয় বছরের মধ্যে কম এডিপি বাস্তবায়ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট খরচ হয়েছে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। এর আগের বছর একই সময়ে খরচ হয়েছিল ৪৭ হাজার ১২২ কোটি টাকা।
আইএমইডি জুলাই-নভেম্বর মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা যায়, কোভিডের প্রথম বছরে আগের বছরের চেয়ে টাকা কম খরচের ঘটনা ঘটেছিল। তবে এবার দেখা গেছে, এই পাঁচ মাসের প্রতি মাসেই তার আগের মাসের চেয়ে কম অর্থ খরচ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত জুলাই-নভেম্বর সময়ে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও গত পাঁচ মাসে তারা কোনো টাকাই খরচ করতে পারেনি।
নিজেদের প্রকল্পে বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করা অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।
অর্থ বরাদ্দে রক্ষণশীলতা ও নির্বাচনী ডামাডোলে অর্থবছরের পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন মাত্র ১৭ শতাংশ। এটি গত ছয় বছরের মধ্যে কম এডিপি বাস্তবায়ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট খরচ হয়েছে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। এর আগের বছর একই সময়ে খরচ হয়েছিল ৪৭ হাজার ১২২ কোটি টাকা।
আইএমইডি জুলাই-নভেম্বর মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা যায়, কোভিডের প্রথম বছরে আগের বছরের চেয়ে টাকা কম খরচের ঘটনা ঘটেছিল। তবে এবার দেখা গেছে, এই পাঁচ মাসের প্রতি মাসেই তার আগের মাসের চেয়ে কম অর্থ খরচ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত জুলাই-নভেম্বর সময়ে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও গত পাঁচ মাসে তারা কোনো টাকাই খরচ করতে পারেনি।
নিজেদের প্রকল্পে বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করা অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
১১ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
১১ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১২ ঘণ্টা আগে