Ajker Patrika

প্রথম দিনেই তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৩, ২০: ১৯
প্রথম দিনেই তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন

পেঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে। আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম দিনেই প্রায় তিন লাখ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ সকাল থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করেছে। প্রথম দিনেই এখন পর্যন্ত ২১০টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে। এতে পেঁয়াজের পরিমাণ ২ লাখ ৮০ হাজার ৮০০ টন। 

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়ার জেরে আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়। গতকাল রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এক বার্তায় এ তথ্য জানান। 

বার্তায় জানানো হয়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। 

এদিকে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৭৫ টাকা। আর এক মাস আগে একই পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত