নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মূল্যস্ফীতির চাপ সামলাতে চলতি জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাবেন সরকারি কর্মচারীরা। তবে মূল বেতন হিসাব করলে নিম্নতম ১০ গ্রেডের ক্ষেত্রে প্রণোদনা দাঁড়ায় মাত্র ৪১২ থেকে ৬২৫ টাকা। এ অবস্থায় ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করার কথা ভাবছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি এ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এ-সম্পর্কিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, বর্তমান জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের মূল বেতন অনেক কম। প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা হিসাব করলে দশম ধাপে ৮০০ টাকা, একাদশ ধাপে ৬২৫ টাকা, দ্বাদশ ধাপে ৫৬৫, ত্রয়োদশ ধাপে ৫৫০, চতুর্দশ ধাপে ৫১০, পঞ্চদশ ধাপে ৪৮৫, ষষ্ঠদশ ধাপে ৪৬৫, সপ্তদশ ধাপে ৪৫০, অষ্টাদশ ধাপে ৪৪০, ১৯তম ধাপে ৪২৫ টাকা এবং শেষ অর্থাৎ ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা প্রণোদনা হয়। তবে নবম ধাপে ১ হাজার ১০০ টাকা দাঁড়ায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মূল বেতনকে ভিত্তি ধরে হিসাব করে দেখা যায়, অনেকের প্রণোদনাই উল্লেখযোগ্য পরিমাণে হয় না। তাই প্রণোদনার পরিমাণ ১ হাজার টাকার কম হলে তা তেমন কার্যকর হবে না। সামনের অর্থবছরগুলোতেও এ প্রণোদনা অব্যাহত থাকা উচিত—এমনটাই মনে করে অর্থ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। কর্মচারীরা বেতনের সঙ্গে প্রতি মাসে এ অর্থ পাবেন। এই প্রণোদনা কত দিন পর্যন্ত চলবে তার কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
অর্থ বিভাগের চেষ্টা রয়েছে, জুলাই মাস শেষে যে বেতন-ভাতা পাবেন সরকারি কর্মচারীরা, তার সঙ্গেই যোগ হবে প্রণোদনার অংশ। প্রণোদনার বাইরে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নিয়মিত ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয়ে আসছে।
মূল্যস্ফীতির চাপ সামলাতে চলতি জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাবেন সরকারি কর্মচারীরা। তবে মূল বেতন হিসাব করলে নিম্নতম ১০ গ্রেডের ক্ষেত্রে প্রণোদনা দাঁড়ায় মাত্র ৪১২ থেকে ৬২৫ টাকা। এ অবস্থায় ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করার কথা ভাবছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি এ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এ-সম্পর্কিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, বর্তমান জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০তম গ্রেডের মূল বেতন অনেক কম। প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা হিসাব করলে দশম ধাপে ৮০০ টাকা, একাদশ ধাপে ৬২৫ টাকা, দ্বাদশ ধাপে ৫৬৫, ত্রয়োদশ ধাপে ৫৫০, চতুর্দশ ধাপে ৫১০, পঞ্চদশ ধাপে ৪৮৫, ষষ্ঠদশ ধাপে ৪৬৫, সপ্তদশ ধাপে ৪৫০, অষ্টাদশ ধাপে ৪৪০, ১৯তম ধাপে ৪২৫ টাকা এবং শেষ অর্থাৎ ২০তম ধাপে ৪১২ টাকা ৫০ পয়সা প্রণোদনা হয়। তবে নবম ধাপে ১ হাজার ১০০ টাকা দাঁড়ায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মূল বেতনকে ভিত্তি ধরে হিসাব করে দেখা যায়, অনেকের প্রণোদনাই উল্লেখযোগ্য পরিমাণে হয় না। তাই প্রণোদনার পরিমাণ ১ হাজার টাকার কম হলে তা তেমন কার্যকর হবে না। সামনের অর্থবছরগুলোতেও এ প্রণোদনা অব্যাহত থাকা উচিত—এমনটাই মনে করে অর্থ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। কর্মচারীরা বেতনের সঙ্গে প্রতি মাসে এ অর্থ পাবেন। এই প্রণোদনা কত দিন পর্যন্ত চলবে তার কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
অর্থ বিভাগের চেষ্টা রয়েছে, জুলাই মাস শেষে যে বেতন-ভাতা পাবেন সরকারি কর্মচারীরা, তার সঙ্গেই যোগ হবে প্রণোদনার অংশ। প্রণোদনার বাইরে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নিয়মিত ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয়ে আসছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব ঊর্ধ্বমুখী হয়েছে প্রতিরক্ষা খাতের শেয়ারদর। যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানিগুলোর শেয়ার এক মাসে অনেক বেড়ে গেছে। বিশেষ করে ২২ এপ্রিল কাশ্মীরে হামলার পর এই প্রবৃদ্ধি আরও দ্রুত হয়েছে।
২৩ মিনিট আগে২০২৪-২৫ অর্থবছরের দশম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এই উপমহাদেশে আতঙ্ক ছড়াবে এটাই স্বাভাবিক। তবে আগে থেকেই পতনের ধারায় থাকা দেশের শেয়ারবাজার এখন তলানিতে রয়েছে। এখান থেকে শেয়ারবাজারে বড় দরপতন না হওয়াটাই অস্বাভাবিক। সুতরাং বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক আচরণ করা উচিত। তাহলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তাদের পথচলার বাধাগুলো দূর করে বিকাশমান সম্ভাবনা বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জেন) চালু করেছে ‘এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ’। বাংলাদেশের তরুণ উদ্ভাবকেরাও এবার অংশ নিচ্ছেন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায়, যার সমন্বয় করছে জেনের দেশীয় ইউনিট।
৮ ঘণ্টা আগে