বিশেষ প্রতিনিধি, ঢাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’
তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’
তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে গ্রাহকসেবা-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৯ মিনিট আগেফার্নিচার শিল্পের সেরা ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডস বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের সুপারব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে দেশের সুপরিচিত ফার্নিচার ব্র্যান্ড হাতিল। ২০ সেপ্টেম্বর রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে সুপারব্র্যান্ড বাংলাদেশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাতিলের পরিচালক (বিপণন) মশিউর রহমান পুরস্কার গ্রহ
৪১ মিনিট আগেঅর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাইরের দেশে বেশি ট্যাক্স দিতে হলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্সা করবেই।’
২ ঘণ্টা আগেভারতের ২৮৩ বিলিয়ন ডলারের তথ্যপ্রযুক্তি খাতকে তাদের বহু দশকের পুরোনো কৌশল বদলাতে হবে। কারণ, গতকাল রোববার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলার ফি আরোপ করেছেন। বিশ্লেষক, আইনজীবী, অর্থনীতিবিদ এবং তথ্যপ্রযুক্তি খাতের অভিজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র...
৩ ঘণ্টা আগে