Ajker Patrika

বিদেশিরা প্রকল্প বন্ধ করলে আমরা কি মুখে আঙুল দিয়ে বসে থাকব: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ২১: ২৭
বিদেশিরা প্রকল্প বন্ধ করলে আমরা কি মুখে আঙুল দিয়ে বসে থাকব: পরিকল্পনামন্ত্রী

বিদেশি চাপ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচিত সরকার আছে। এখানে যে কেউ এসে মাতবরি করে যাবে, এটা হবে না। বিদেশিরা আমাদের প্রকল্প বন্ধ করে দেবে, আর আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব নাকি?’

আজ বুধবার নতুন সরকারের প্রথম একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রীর কাছে প্রকল্পে বিদেশিদের চাপের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। যেটা বাস্তব, সেটা নিয়ে কথা বলবেন।’

তিনি আরও বলেন, ‘যারা (বিদেশিরা) প্রকল্পে ঋণ দিচ্ছে, তাদের কি স্বার্থ নেই? তারা কি ঋণের বদলে সুদ পাচ্ছে না? তবে প্রকল্প যেন সঠিক সময়ে বাস্তবায়িত হয়, সেটা আমরাও চাই, তারাও চায়।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নে গতি আনতে এবং অর্থ ছাড় করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে। প্রতি মাসে অন্তত একটি সভা করবে এ কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...