আজকের পত্রিকা ডেস্ক
দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।
কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।
দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।
কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।
বাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
১৫ মিনিট আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
২ ঘণ্টা আগেহিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তা পেতে যে দেশে পণ্য রপ্তানি করা হবে, কেবল সে দেশ থেকেই মূল্য প্রত্যাবাসন হতে হবে।
৩ ঘণ্টা আগেরপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিমপ্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে।
৩ ঘণ্টা আগে