Ajker Patrika

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

অনলাইন ডেস্ক
সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।

কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত