অনলাইন ডেস্ক
দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।
কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।
দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।
এ ছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা। একইভাবে, ১৮ ক্যারেট সোনার দামও ১ হাজার ৯৭১ টাকা বৃদ্ধি করে ভরিপ্রতি ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দামেও বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই মানের সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে, যা কয়েক মাস ধরেই স্থিতিশীল আছে।
কয়েক মাস ধরে সোনার দাম বাড়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে এই নতুন রেকর্ড দামে ক্রেতারা বেশ অবাক হয়েছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে দায়ী করেছে বাজুস।
আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা কমেছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম বেড়েছে। পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়।
৩ ঘণ্টা আগেবাণিজ্যিক বিমানের সাফল্য পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে এর উৎপাদন সংখ্যা। এই ক্ষেত্রে বোয়িং ৭৩৭ কিংবা এয়ারবাস এ৩২০-এর মতো প্রযুক্তিতে ঠাসা উড়োজাহাজের কথাই আগে মাথায় আসে। তবে আশ্চর্যের বিষয় হলো—এগুলোর কোনোটিই ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদিত বাণিজ্যিক বিমান নয়।
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাঁর দেশে আবারও বিশ শতকের ত্রিশ দশকের মতো মহামন্দা দেখা দিতে পারে। বিশেষ করে, মার্কিন আদালত যদি তাঁর ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা আরোপের ক্ষমতা খর্ব করে তাহলে এই বিপর্যয় দেখা দিতে পারে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে