সিলেট প্রতিনিধি
গত মাসেই হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। উজান থেকে নেমে আসা ঢল ও গত দুদিনের টানা বৃষ্টিতে সিলেটর নদনদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। আর এতেই জনমনে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও এখনো সিলেটের সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত ও যেভাবে ঢল আসতে থাকলে আগামী ১০ / ১২ জুনের মধ্যে সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।
গত বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, বৃষ্টি বাড়তে পারে আরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, ‘ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টি হলে এর প্রভাবে বাংলাদেশে বন্যা দেখা দেয়। এ মাসের প্রথম দিকে ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘উজানে ঢলের হওয়ার কারণে শুক্রবার থেকে সিলেটের সব নদনদীর পানি বাড়ছে। তবে এখনো সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে লেভেলে পানি বাড়ছে সেটা অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১২ তারিখের ভেতর সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।’
প্রকৌশলী আসিফ আহমেদ আরও বলেন, ‘তবে বিপৎসীমা অতিক্রম করা মানে এই না যে বন্যা হবে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, বন্যার বিষয়টা এত আগাম বলা যায় না। কারণ এটা প্রাকৃতিক বিষয়। ভারতে বেশি বৃষ্টিপাত হলে আমাদের এখানে বন্যা দেখা দেবে।’
গত মাসেই হয়ে যাওয়া ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। উজান থেকে নেমে আসা ঢল ও গত দুদিনের টানা বৃষ্টিতে সিলেটর নদনদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। আর এতেই জনমনে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
যদিও এখনো সিলেটের সব নদনদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত ও যেভাবে ঢল আসতে থাকলে আগামী ১০ / ১২ জুনের মধ্যে সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড।
গত বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, বৃষ্টি বাড়তে পারে আরও। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, ‘ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টি হলে এর প্রভাবে বাংলাদেশে বন্যা দেখা দেয়। এ মাসের প্রথম দিকে ওই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘উজানে ঢলের হওয়ার কারণে শুক্রবার থেকে সিলেটের সব নদনদীর পানি বাড়ছে। তবে এখনো সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যে লেভেলে পানি বাড়ছে সেটা অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১২ তারিখের ভেতর সিলেটের কিছু নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে।’
প্রকৌশলী আসিফ আহমেদ আরও বলেন, ‘তবে বিপৎসীমা অতিক্রম করা মানে এই না যে বন্যা হবে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তিনি বলেন, বন্যার বিষয়টা এত আগাম বলা যায় না। কারণ এটা প্রাকৃতিক বিষয়। ভারতে বেশি বৃষ্টিপাত হলে আমাদের এখানে বন্যা দেখা দেবে।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে