Ajker Patrika

এমপি হয়ে কত টাকা বরাদ্দ পাই, ফেসবুকে সবাইকে জানিয়ে দিই: ব্যারিস্টার সুমন 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
এমপি হয়ে কত টাকা বরাদ্দ পাই, ফেসবুকে সবাইকে জানিয়ে দিই: ব্যারিস্টার সুমন 

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘কোন এমপি কত টাকা বরাদ্দ পেয়েছেন তা আগে কেউ জানেননি। আমি এমপি হওয়ার পর আমার এলাকাসহ সারা দেশের মানুষ জানতে পারছে। সরকার থেকে টাকা বরাদ্দ পাওয়ার পরই–আমি ফেসবুকে সবাইকে জানিয়ে দিই। এলাকার কাজ হবে নগদে বাকিতে নয়।’

আজ শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘শিক্ষা ছাড়া এলাকায় উন্নয়ন করা সম্ভব নয়। টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না।’ এ সময় তিনি টাকার অভাবে যারা (অভিভাবক) লেখাপড়া করাতে পারছেন না, তাদের তার সঙ্গে (সংসদ সদস্য) যোগাযোগ করতে বলেন। 

মামুন খান ইমুর সভাপতিত্বে তিনি আরও বক্তব্য দেন আব্দুল কাইয়ুম, আসাদুজ্জামান লিটন, শামীম খান মেম্বার, সাইফুজ্জামান চৌধুরী, কাউসার আলী, এনামুল হক প্রমুখ। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত