Ajker Patrika

বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

সিলেটের বিশ্বনাথে নাঈম উদ্দিন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে সে। নাঈম উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা ও সৌদিপ্রবাসী সেলিম উদ্দিনের ছেলে। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নাঈম দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। নিখোঁজের ব্যাপারে গতকাল বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নাঈমের চাচা মুহিব উদ্দিন বলেন, গত বুধবার সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার থেকে বাড়ি ফেরে নাঈম। এরপর তার মাকে বলে বিশ্বনাথ পুরানবাজারের মস্তুরা পয়েন্টে একজনের সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। তাতে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর মোবাইল নম্বর নিয়ে কাজ করছে পুলিশ। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত