নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির জন্য জেলা ও মহানগর বিএনপিকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। এতে জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দল যদি শোকজ করে, আমরা জবাব দেব। এটা তো দলের অভ্যন্তরীণ বিষয়।’
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য মহানগর বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি।
নোটিশে আরও বলা হয়, ‘জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপনি (সভাপতি) ও সাধারণ সম্পাদকের উদাসীন এবং নির্বিকার ভূমিকার জন্য জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে। সুতরাং, এহেন দায়িত্বহীনতার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে এর লিখিত জবাব আগামী ৩৬ ঘণ্টার মধ্যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীকে পৃথক নোটিশে একইভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে ১৬ জানুয়ারি সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের পর থেকে বিএনপি পরিবারে শুরু হয় আলোচনা-সমালোচনা। নির্বাচনে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপিপন্থী মাত্র ৭ জন নির্বাচিত হন। তাঁদের ভরাডুবি হয়েছে শীর্ষ পদের লড়াইয়ে। পরে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের বিলুপ্তি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বছরের শুরুতে গত ১৫ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে আওয়ামী লীগপন্থী ৯ জন, বিএনপিপন্থী ৭ জন এবং জামায়াতপন্থী ২ জন বিজয়ী হন। নির্বাচনে শীর্ষ পদগুলোয় হেরে যান বিএনপিপন্থী আইনজীবীরা।
ফলাফল ঘোষণার পর এই নিয়ে আলোচনা আদালতপাড়া থেকে গড়িয়েছে অন্যান্য মাধ্যমেও। তবে তৃণমূল বিএনপি ও আইনজীবীদের তথ্যমতে, সুষ্ঠু ভোট হওয়ার পরও দলীয় কোন্দলেই ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির জন্য জেলা ও মহানগর বিএনপিকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। এতে জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দল যদি শোকজ করে, আমরা জবাব দেব। এটা তো দলের অভ্যন্তরীণ বিষয়।’
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য মহানগর বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি।
নোটিশে আরও বলা হয়, ‘জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপনি (সভাপতি) ও সাধারণ সম্পাদকের উদাসীন এবং নির্বিকার ভূমিকার জন্য জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে। সুতরাং, এহেন দায়িত্বহীনতার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে এর লিখিত জবাব আগামী ৩৬ ঘণ্টার মধ্যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরীকে পৃথক নোটিশে একইভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে ১৬ জানুয়ারি সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের পর থেকে বিএনপি পরিবারে শুরু হয় আলোচনা-সমালোচনা। নির্বাচনে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপিপন্থী মাত্র ৭ জন নির্বাচিত হন। তাঁদের ভরাডুবি হয়েছে শীর্ষ পদের লড়াইয়ে। পরে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের বিলুপ্তি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বছরের শুরুতে গত ১৫ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ জন প্রার্থী। তাঁদের মধ্যে আওয়ামী লীগপন্থী ৯ জন, বিএনপিপন্থী ৭ জন এবং জামায়াতপন্থী ২ জন বিজয়ী হন। নির্বাচনে শীর্ষ পদগুলোয় হেরে যান বিএনপিপন্থী আইনজীবীরা।
ফলাফল ঘোষণার পর এই নিয়ে আলোচনা আদালতপাড়া থেকে গড়িয়েছে অন্যান্য মাধ্যমেও। তবে তৃণমূল বিএনপি ও আইনজীবীদের তথ্যমতে, সুষ্ঠু ভোট হওয়ার পরও দলীয় কোন্দলেই ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে