নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট এয়ারপোর্ট থানার লুসাইন এলাকার মৃত মখলিছ আলীর ছেলে বদরুল মিয়া (২৮), মৃত মনু মিয়ার স্ত্রী আফরেতা বিবি (৬৫), মৃত ছয়ফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৬), মুহিবুর রহমানের স্ত্রী শেলী বেগম (২৮), আজির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম (৩২) এবং সিলেট এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকার আমিন মিয়ার স্ত্রী বেগম বিবি (৪২)।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল দুপুরে সিলেটের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভিকটিম মুজিবুর রহমানের বাড়িতে অভিযুক্ত ব্যক্তিরা অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা মুজিবুরকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মুজিবুর জ্ঞান হারিয়ে ফেললে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
জানতে চাইলে কে এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
সিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট এয়ারপোর্ট থানার লুসাইন এলাকার মৃত মখলিছ আলীর ছেলে বদরুল মিয়া (২৮), মৃত মনু মিয়ার স্ত্রী আফরেতা বিবি (৬৫), মৃত ছয়ফুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৩৬), মুহিবুর রহমানের স্ত্রী শেলী বেগম (২৮), আজির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম (৩২) এবং সিলেট এয়ারপোর্ট থানার টিলাপাড়া এলাকার আমিন মিয়ার স্ত্রী বেগম বিবি (৪২)।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ এপ্রিল দুপুরে সিলেটের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভিকটিম মুজিবুর রহমানের বাড়িতে অভিযুক্ত ব্যক্তিরা অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা মুজিবুরকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মুজিবুর জ্ঞান হারিয়ে ফেললে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
জানতে চাইলে কে এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
১ ঘণ্টা আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
১ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
১ ঘণ্টা আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
১ ঘণ্টা আগে