Ajker Patrika

সিকৃবিতে কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেট প্রতিনিধি
সিকৃবিতে কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই দুজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আজ সোমবার ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুজন হলেন-নতুন কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের রুম দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের এই দুই নেতা ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। 

এসময় দুই দফা সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন বলেন, গতকাল একটি হলের সিট দখল নিয়ে জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়। পরে আমরা রাতে বসে এটার সমাধানও করেছিলাম। আজ সবার মতো আমিও ফেসবুকে বহিষ্কারের বিষয়ে দেখি। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কিছু প্রশ্রয় দেয় না। আমি কেন্দ্রীয় ছাত্রলীগের যেকোনো ডিসিশন মেনে নিতে প্রস্তুত। কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর বহিষ্কারাদেশের ব্যাপারে যেরকম প্রক্রিয়া অবলম্বন করা লাগে, আমি তা করব।

এ ব্যাপারে সিকৃবি শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সঙ্গে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। তবে গতকাল হলের সিট সংক্রান্ত ঝামেলার আমরা ইতিমধ্যে সমাধানও করেছিলাম। এরইমধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে এমন ঘোষণা এসেছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।

জানা গেছে, গত শুক্রবার রাতে সিকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত