Ajker Patrika

সালিসে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ০৩: ১৪
সালিসে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক গ্রাম্য সালিসে ইছাকলস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে সালিস চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত চেয়ারম্যানের ছোট ভাই সাইফুর রহমান সুমন।

অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ইউনিয়নের বাগজুর গ্রামের দুই পক্ষের লোকদের মধ্যে পুরোনো একটি বিষয়ে একটি বিবাদ চলছিল। শনিবার এ ঘটনা মীমাংসার জন্য বাগজুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বসে। এ সময় পূর্ব বিরোধের জেরে একই গ্রামের হাছন আলীর ছেলে সাইদুর রহমান, খলিলুর রহমান, মুহিবুর রহমান; আশিক মিয়ার ছেলে জাকারিয়া ও সোনাই মিয়ার ছেলে মখদ্দুছসহ তাদের সহযোগিরা চেয়ারম্যান সাজ্জাদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মামলার বাদী সাইফুর রহমান সুমন বলেন, ‘গত ইউপি নির্বাচনে হেরে যাওয়ার জেরে আমার ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ও সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমানের নেতৃত্বে এ হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, জালালাবাদ থানা এলাকার সাবেক চেয়ারম্যান আজির উদ্দিনসহ স্থানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত