সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও বালুবাহী ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার এলাকায় এই অবরোধ করা হয়।
মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও বিপাকে পড়েন। পরে থানা-পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, উপজেলার শিলেরভাঙ্গা সড়ক দিয়ে একটি বালুবাহী ট্রাক যাওয়ার সময় সড়কের বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশা ও ট্রাকের চালকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালকের সঙ্গে শিলেরভাঙ্গা এলাকার আরও কয়েকজন যোগ দিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কয়েকটি ট্রাক আড়াআড়ি করে রাখেন ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা।
ট্রাক-পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি কবির আহমদ বলেন, ‘আমাদের দুজন সদস্যকে অটোরিকশার চালক ও তাঁদের সহযোগীরা মারধর করেছেন। শ্রমিক আহতের প্রতিবাদে অন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আহত শ্রমিকেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা ও ট্রাকের চালকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও বালুবাহী ট্রাকচালকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দেড় ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ট্রাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকের বাজার এলাকায় এই অবরোধ করা হয়।
মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরাও বিপাকে পড়েন। পরে থানা-পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, উপজেলার শিলেরভাঙ্গা সড়ক দিয়ে একটি বালুবাহী ট্রাক যাওয়ার সময় সড়কের বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে অটোরিকশা ও ট্রাকের চালকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালকের সঙ্গে শিলেরভাঙ্গা এলাকার আরও কয়েকজন যোগ দিয়ে ট্রাকচালক ও তাঁর সহকারীকে মারধর করেন। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে কয়েকটি ট্রাক আড়াআড়ি করে রাখেন ট্রাক, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা।
ট্রাক-পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি কবির আহমদ বলেন, ‘আমাদের দুজন সদস্যকে অটোরিকশার চালক ও তাঁদের সহযোগীরা মারধর করেছেন। শ্রমিক আহতের প্রতিবাদে অন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আহত শ্রমিকেরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা ও ট্রাকের চালকদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
১ ঘণ্টা আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৫ ঘণ্টা আগে