সিলেট প্রতিনিধি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্ত্র ও মাদকসহ সব চোরাচালান রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে সিলেটে ভারত সরকারের দেওয়া দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডারে কেউ এলে আমরা মারি না। কারণ সীমান্তে হত্যা হলেও এটা নিয়ে চিৎকার শুরু হয়ে যায়। আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বর্ডারে আমরা একটা লোকও মারব না। মিয়ানমার-বাংলাদেশ বর্ডারে আমরা গুলি চালাতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, অস্ত্র, মাদকসহ সব চোরাচালান রোধে প্রয়োজনে আমরা গুলি চালাব।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, `১৯৭৮ সালে ২ লাখ রোহিঙ্গা এসেছিল, তাদের মিয়ানমার ফেরত নিয়ে গেছে। ১৯৯২ সালে ২ লাখ ৫৩ হাজার রোহিঙ্গা এসেছিল, পরে ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফেরত নিয়ে যায় মিয়ানমার। তবে এবার এই সংখ্যা অনেক বেশি, প্রায় ১১ লাখ। তাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে এখন কোনো সংঘাত নেই। বিদেশি বিভিন্ন এজেন্সি রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে। তারা রোহিঙ্গাদের জমি দেওয়া, চাকরি নিশ্চিত ও শিক্ষার বিষয় নিয়ে নানা শর্ত দিচ্ছে। এদের শর্তগুলো কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তারা চায় এই ইস্যু যত বেশি দিন গড়াবে, তাদের চাকরির মেয়াদ বাড়বে।
মন্ত্রী বলেন, সারা বিশ্ব থেকে অনেক টাকা এসেছে। এগুলো কীভাবে খরচ হচ্ছে তা জানে না সরকার।
রাখাইন নেতা মুহিবুল্লাহ হত্যা সম্পর্কে আব্দুল মোমেন বলেন, ‘এই ছেলেটা রাখাইনে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছিল। সে ভেবেছিল বাংলাদেশে নয়, রাখাইনেই তাদের সুন্দর ভবিষ্যৎ রয়েছে। কিন্তু তাঁকে হত্যা করা হয়েছে। তদন্ত করে দ্রুত হত্যাকারী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্ত্র ও মাদকসহ সব চোরাচালান রোধে প্রয়োজনে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে সিলেটে ভারত সরকারের দেওয়া দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডারে কেউ এলে আমরা মারি না। কারণ সীমান্তে হত্যা হলেও এটা নিয়ে চিৎকার শুরু হয়ে যায়। আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বর্ডারে আমরা একটা লোকও মারব না। মিয়ানমার-বাংলাদেশ বর্ডারে আমরা গুলি চালাতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, অস্ত্র, মাদকসহ সব চোরাচালান রোধে প্রয়োজনে আমরা গুলি চালাব।’
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, `১৯৭৮ সালে ২ লাখ রোহিঙ্গা এসেছিল, তাদের মিয়ানমার ফেরত নিয়ে গেছে। ১৯৯২ সালে ২ লাখ ৫৩ হাজার রোহিঙ্গা এসেছিল, পরে ২ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাকে ফেরত নিয়ে যায় মিয়ানমার। তবে এবার এই সংখ্যা অনেক বেশি, প্রায় ১১ লাখ। তাদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে এখন কোনো সংঘাত নেই। বিদেশি বিভিন্ন এজেন্সি রোহিঙ্গাদের উসকানি দিচ্ছে। তারা রোহিঙ্গাদের জমি দেওয়া, চাকরি নিশ্চিত ও শিক্ষার বিষয় নিয়ে নানা শর্ত দিচ্ছে। এদের শর্তগুলো কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তারা চায় এই ইস্যু যত বেশি দিন গড়াবে, তাদের চাকরির মেয়াদ বাড়বে।
মন্ত্রী বলেন, সারা বিশ্ব থেকে অনেক টাকা এসেছে। এগুলো কীভাবে খরচ হচ্ছে তা জানে না সরকার।
রাখাইন নেতা মুহিবুল্লাহ হত্যা সম্পর্কে আব্দুল মোমেন বলেন, ‘এই ছেলেটা রাখাইনে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছিল। সে ভেবেছিল বাংলাদেশে নয়, রাখাইনেই তাদের সুন্দর ভবিষ্যৎ রয়েছে। কিন্তু তাঁকে হত্যা করা হয়েছে। তদন্ত করে দ্রুত হত্যাকারী সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোর্শেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
১১ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতনামা যুবকের (২২) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
২৭ মিনিট আগেপটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে কয়েক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ডলফিনটির। এর পুরো শরীরের চামড়া ওঠানো। ডলফিনটি দেখার জন্য স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমান কুয়াকাটা সৈকতে।
১ ঘণ্টা আগে