শাবিপ্রবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৬ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪০ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে