Ajker Patrika

হবিগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় রিহাদুল মিয়া নামে সাত বছরের এক শিশু মারা গেছে। 

আজ রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের পাচাইক্কা ব্রিজ সংলগ্ন যাত্রী চাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রিহাদুল উপজেলার শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ী এলাকার জানু মিয়ার ছেলে। 

শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে স্বজনদের সঙ্গে রিহাদুল পাচাইক্কা যাত্রী চাউনি এলাকায় ইজিবাইক থেকে নামেন। রিহাদুলের বাবা ইজিবাইকের ভাড়া পরিশোধ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল শিশু রিহাদুল।

এ সময় শিবপাশা বাজার থেকে আজমিরীগঞ্জ সদরের উদ্দেশে ছেড়ে আসা অপর একটি ইজিবাইক শিশু রিহাদুলকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকসহ চালককে আটক করে। 

শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইজিবাইক ও ইজিবাইক চালককে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত