Ajker Patrika

সিলেটে শনিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি
সিলেটে শনিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের কয়েকটি এলাকায় আগামী শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের উন্নয়নকাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ঘূর্ণি আ/এ, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট, বড় বাজার, গোয়াইটুলা (আংশিক), দারুস সালাম মাদ্রাসা গলি, ইসরাফিল মিয়া গলি, মোল্লাপাড়া গলি, আঙ্গুর মিয়ার গলি, বন্ধন আ/এ, রুপসা আ/এ, রংধনু আ/এ, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, চৌকিদেখী রাস্তার পূর্ব পার্শ্ব ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত