Ajker Patrika

সিলেটের ২ যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আপডেট : ১৬ জুন ২০২৫, ২৩: ০০
সিলেটের ২ যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
সিলেটের ২ যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটের দুই যুবলীগ নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি এবং অফিশিয়ালি কিছু জানানো হয়নি।’

আত্মগোপনে থাকা জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জানান, দুজনকে ঢাকার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে জাকিরকে রামপুরা ও রেজাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সিলেটে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

‘গোপনে’ দুই অধ্যাদেশের অনুমোদনে টিআইবির নিন্দা, মতামত নিয়ে সংশোধনের দাবি

বিগত সরকারের সমর্থকদের পক্ষে নিতে উঠেপড়ে লেগেছে প্রায় সব দল: ডিআইজি হাবীব

জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিল পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত