সিলেট প্রতিনিধি
সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চোরাই পথে ভারত থেকে চিনি আনতে গিয়ে তিনি খাসিয়াদের গুলিতে আহত হন। তবে তাঁর স্বজনদের দাবি, সীমান্তের ভারতের অংশ থেকে লাকড়ি আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
আহত ব্যক্তির নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরংয়ের কুলিবস্তির মৃত বাবু চন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এত দিন রাতের আঁধারে চিনি চোরাচালান হলেও এখন তা দিনদুপুরে পুরোদমে শুরু হয়েছে। নিত্যদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০–২৫ জন বাংলাদেশি। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাঁদের দিকে গুলি ছোড়েন।
এ সময় ওই এয়ারগানের গুলি বিশদ খান্দজানির পেটে লাগে। গুলিটি সরাসরি তাঁর পেটের একপাশে লেগে কিছুটা আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাঁদের পায়ের নিচে পড়ে যান বিশদ। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাঁকে এপারে নিয়ে আসা হয়।
বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাঁকে গতকাল রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে বিশদের পরিবারে লোকজন পাঠিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, লাকড়ি আনতে গিয়েছিলেন বিশদ। এখন সে সুস্থ আছে।’
সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চোরাই পথে ভারত থেকে চিনি আনতে গিয়ে তিনি খাসিয়াদের গুলিতে আহত হন। তবে তাঁর স্বজনদের দাবি, সীমান্তের ভারতের অংশ থেকে লাকড়ি আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
আহত ব্যক্তির নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরংয়ের কুলিবস্তির মৃত বাবু চন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এত দিন রাতের আঁধারে চিনি চোরাচালান হলেও এখন তা দিনদুপুরে পুরোদমে শুরু হয়েছে। নিত্যদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০–২৫ জন বাংলাদেশি। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাঁদের দিকে গুলি ছোড়েন।
এ সময় ওই এয়ারগানের গুলি বিশদ খান্দজানির পেটে লাগে। গুলিটি সরাসরি তাঁর পেটের একপাশে লেগে কিছুটা আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাঁদের পায়ের নিচে পড়ে যান বিশদ। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাঁকে এপারে নিয়ে আসা হয়।
বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাঁকে গতকাল রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে বিশদের পরিবারে লোকজন পাঠিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, লাকড়ি আনতে গিয়েছিলেন বিশদ। এখন সে সুস্থ আছে।’
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
২ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে