Ajker Patrika

আউশের পর আমনের চাষ নিয়েও শঙ্কা

আউশের পর আমনের চাষ নিয়েও শঙ্কা

চলতি মৌসুমে চাহিদা মতো আউশ আবাদ করতে পারেননি মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা। আমন চাষের স্বপ্ন নিয়ে শুরু করেন চাষাবাদ। কিন্তু সে স্বপ্নও ভেস্তে যাওয়ার পথে। ভরা বর্ষাতেও হয়নি বৃষ্টি। পানির অভাবে ব্যাহত হচ্ছে আমন চাষ। 

কৃষকেরা জানান, আউশ মৌসুমে পানির অভাবে ফসল আবাদ করা যায়নি। আমন মৌসুমের শুরুতে বৃষ্টি হলেও চারা রোপণের সময় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। যারা সেচ দিয়ে সম্ভব পানি দিচ্ছেন। আর যাদের সেচ দিয়ে পানি দেওয়ার সুযোগ নেই তারা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছেন। আউশের মতো আমন ফসল আবাদ না হলে কৃষকদের কষ্টে বাকি ৬ মাস কাটাতে হবে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলায় ব্যাপক হাড়ে আমন ধান চাষ করা হয়। তীব্র খরার কারণে আউশ ধান আবাদ ব্যাহত হয়েছে। এখন পানির জন্য কৃষকেরা আনমনের চারা রোপণ করতে পারছেন না। 

কমলগঞ্জের শমশেরনগর, আলীনগর, রহিমপুর আলীনগর ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা আমনের চারা রোপণ করছেন। পানির অভাবে অনেক কৃষকের চারা রোপণ করতে পারছেন না। কেউ আবার সেচ দিয়ে পানি দিচ্ছেন জমিতে চারা রোপণের জন্য। আবার যারা চারা রোপণ করছেন তাঁদের অনেকের জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। 

উপজেলার আলীনগর ইউনিয়নের কৃষক সায়েদ মিয়া বলেন, ‘আমি আউশ ধান চাষ করতে পারিনি। আমন ধান চাষের জন্য আগাম টাকা এনেছে ধানের দোকান থেকে। এখন পানির অভাবে আমনের চারা নষ্ট হচ্ছে।’ 

শমশেরনগর ইউনিয়নের কৃষক ওয়াজিদ মিয়া বলেন, ‘আমন ধানের চারা রোপণ করেছি গত কয়েক দিন আগে। এখন পানির অভাবে জমি শুকিয়ে গেছে। বৃষ্টি না হলে এই রোপণ করা চারা নষ্ট হয়ে যাবে।’ 

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এই উপজেলায় সব মৌসুমে ধান চাষ করা হয়। অনাবৃষ্টির কারণে আমন চাষবাদে কিছুটা ব্যাহত হয়েছে। বৃষ্টি হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত