প্রতিনিধি
ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলার ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক থেকে উপজেলাজুড়ে কয়েক হাজার মানুষ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।
কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা শিশুসহ সব বয়সের মানুষই জ্বর-সর্দির সঙ্গে ও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছেন। অনেকেই আবার সারা শরীরে ব্যথা হওয়ার কথা জানিয়েছেন। অসুস্থ হওয়া অধিকাংশের বয়স ২০-৪৫ এর মধ্যে।
গত ১৫ দিনে ওসমানীনগরের শতাধিক রোগীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তীতে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগর অতিরিক্ত দায়িত্বে) ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক জ্বরের রোগী পাওয়া যাচ্ছে, যা অন্য যে কোনো সময়ের চেয়ে ৬০-৭০ ভাগ বেশি। তাঁদের অনেকের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বেশির ভাগ রোগীর করোনা পরীক্ষায় অনীহা থাকায় তাঁরা করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। অথচ তাঁদের মধ্যে করোনার প্রচলিত লক্ষণগুলো ছিল না বললেই চলে।
উল্লেখ্য, ওসমানীনগরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন।
ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলার ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েক থেকে উপজেলাজুড়ে কয়েক হাজার মানুষ ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ এই প্রকোপ বেড়ে যাওয়ায় করোনার আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।
কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা শিশুসহ সব বয়সের মানুষই জ্বর-সর্দির সঙ্গে ও প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছেন। অনেকেই আবার সারা শরীরে ব্যথা হওয়ার কথা জানিয়েছেন। অসুস্থ হওয়া অধিকাংশের বয়স ২০-৪৫ এর মধ্যে।
গত ১৫ দিনে ওসমানীনগরের শতাধিক রোগীকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তীতে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগর অতিরিক্ত দায়িত্বে) ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক জ্বরের রোগী পাওয়া যাচ্ছে, যা অন্য যে কোনো সময়ের চেয়ে ৬০-৭০ ভাগ বেশি। তাঁদের অনেকের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বেশির ভাগ রোগীর করোনা পরীক্ষায় অনীহা থাকায় তাঁরা করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। অথচ তাঁদের মধ্যে করোনার প্রচলিত লক্ষণগুলো ছিল না বললেই চলে।
উল্লেখ্য, ওসমানীনগরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
৮ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১২ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
২৬ মিনিট আগে