Ajker Patrika

সুরমায় ধরা পড়েছে ৩ মণ ওজনের বাঘাইড় মাছ

সিলেট প্রতিনিধি
সুরমায় ধরা পড়েছে ৩ মণ ওজনের বাঘাইড় মাছ

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। নগরীর লালবাজারে বিক্রির জন্য আনা মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এককভাবে কেউ না নিলে পরবর্তীতে মাছটি কেটে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া। 

আজ বুধবার সকালে মাছটি নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। 

মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি সুরমা নদীতে ধরা পড়েছে। সেখানকার লামাকাজি বাজারের এক জেলের কাছ থেকে মাছটি কিনে এনেছেন তিনি। 

বেলাল জানান, ৮৫ হাজার টাকায় তিনি মাছটি কিনেছেন। এখন বিক্রির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাম চাইছেন। ১ লাখ ২০ হাজার টাকা পেলে মাছটি বিক্রি করবেন তিনি। 

মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। প্রতি কেজি মাছ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত