কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ সময় গাড়িতে থাকায় গরুগুলো দমবন্ধ হয়ে মারা যায়। সুযোগ বুঝে সড়কের পাশে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পাঁচ ব্যক্তি। পরে পুলিশ তাদের আটক করে প্রাইভেট কারসহ থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায়।
আটকেরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের সানুর আলী, সাউদপুর গ্রামের রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের শামসুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম বলেন, ‘আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে দুইটি গরু চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) পেছনের সিটে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তারা। দীর্ঘ সময় গাড়িতে থাকায় গরুগুলো দমবন্ধ হয়ে মারা যায়। সুযোগ বুঝে সড়কের পাশে গাড়ি থামিয়ে মরা গরু ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পাঁচ ব্যক্তি। পরে পুলিশ তাদের আটক করে প্রাইভেট কারসহ থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায়।
আটকেরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের সানুর আলী, সাউদপুর গ্রামের রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের শামসুদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেট কারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেট কারসহ তাদের থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম বলেন, ‘আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে দুইটি গরু চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে প্রাইভেট কারে করে গরু চুরি করে আসছিল। শুক্রবার চুরি করা দুইটি গরু গাড়িতে করে কোম্পানীগঞ্জে নিয়ে এসে ধরা পড়ে তারা। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে