Ajker Patrika

জকিগঞ্জে বিধবা নারীর ওপর হামলার মামলায় আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
জকিগঞ্জে বিধবা নারীর ওপর হামলার মামলায় আসামি কারাগারে

সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিধবা নারীর ওপর হামলার মামলায় আসামি আব্দুর রহিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ আদালতের জিআরও বাসুদেব।

এজাহার থেকে জানা গেছে, জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের প্রবাসী কাওসার আহমেদের মা ও খালার জমি জোর করে ভোগদখল করছেন স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন ও তাঁর ভাই আব্দুর রহিম। এ নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে তাঁদের মধ্যে। ১৮ মার্চ বিধবা রোসনা বেগম তাঁর জমির গাছ থেকে নারিকেল পাড়ান। একপর্যায়ে তাঁর দেবর আব্দুর রহিমের নেতৃত্বে ভাড়াটে লোকজন রোসনার ওপর হামলা করে তাঁর বাম হাত ভেঙে ফেলেন। তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে অপারেশনের জন্য চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় বাবুর বাজারের রাব্বি ড্রাগ হাউসের ফার্মাসিস্ট আব্দুর রহিম, তাঁর ভাই সেনাপতিরচক গ্রামের সিরাজ উদ্দিন সিরু, ফলাহাট গ্রামের আয়াছ আলীর ছেলে শামসুল হক, শীতলজুড়া গ্রামের আখলিছুর রহমানের ছেলে নাজিম উদ্দিন নাজুর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করে পুলিশ। এ মামলায় আব্দুর রহিম অনেক দিন পলাতক থেকে অবশেষে আদালতে হাজির হয়েছিলেন বলে এজাহার থেকে জানা গেছে।

অন্যদিকে, রহিমদের হামলায় আহত হয়ে রোসনা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর বাসায় চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার গ্রিলের ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে প্রতিটি ঘর তছনছ করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার, টাকা, জরুরি কাগজপত্র ও দামি কাপড়সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান। এই ঘটনায় রোসনা তাঁর প্রতিপক্ষের রহিমসহ সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ নিয়ে জকিগঞ্জ থানায় চুরির মামলা রেকর্ড করা হয়েছে। 

মামলার বাদী রোসনা বেগম আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে জানান, রহিমের কারণে তিনি অনেক দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসাধীন থাকাকালে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে। ৮ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত