Ajker Patrika

সিলেটে টিলা ধসে মা-বাবা ও শিশুসন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ৪৭
সিলেটে টিলা ধসে মা-বাবা ও শিশুসন্তানের মৃত্যু

সিলেটে ভারী বৃষ্টিতে টিলা ধসে চাপাপড়া একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারীরা। 

নিহত ব্যক্তিরা হলেন আগা করিম উদ্দিন (৩০) তাঁর স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তাঁদের দুই বছরের শিশু তানিম। 

আজ ভোরে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের মেজর টিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে টিলা ধসে পড়ে। এখানে দুটি পরিবারের সাতজন মাটিচাপা পড়ে। পরে চারজনকে জীবিত উদ্ধার করা হয়। 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, জীবিত উদ্ধার চারজনও গুরুতর আহত। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ পাওয়া গেছে। 

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, ‘পাহাড়ধসের খবর পেয়ে সকাল ৭টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের ওপরে পড়েছে। ঘরটি টিলার নিচেই ছিল। এতে ওই ঘরের সাতজন আটকা পড়ে। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও তিনজনের মরদেহ পাওয়া যায়।’ 

টিলাধসে মৃত করিম উদ্দিন, তাঁর স্ত্রী ও সন্তান। ছবি: সংগৃহীতএদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০টায় তিনি ঘটনাস্থলে যান। পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। সেনাবাহিনীর একটি চৌকস দল, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও সিটি করপোরেশনের উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় কাজ করেছেন। সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। বর্ষাকালে টিলাধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’ 

এই সময় টিলার নিচে বা ওপরে কাউকে না থাকার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘অপরিকল্পিত টিলা কাটার কারণে ধসের ঘটনা ঘটছে। তাই টিলা কাটা এবং টিলার আশপাশে বসতি না গড়তে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে নগর ভবনে জরুরি সভার আহ্বান করেছি এবং জনসচেতনতা বাড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করবে সিলেট সিটি করপোরেশন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত