Ajker Patrika

ওসমানী বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৫
স্বর্ণসহ আটক আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ। ছবি: আজকের পত্রিকা
স্বর্ণসহ আটক আফতাব উদ্দিন ও সাঈদ আহমদ। ছবি: আজকের পত্রিকা

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজি-২৫২ ফ্লাইটটি সিলেট এয়ারপোর্টে অবতরণ করলে দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়। সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪)।

বিকাশ চন্দ্র দেবনাথ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমানের ফ্লাইটের দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই যাত্রীর লাগেজের ভেতর ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও চারটি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত