Ajker Patrika

চা-দোকানি হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৫৭
চা-দোকানি হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে চা-দোকানি আবুল হোসেন লিচুকে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ শনিবার রাতে নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি বাদী হয়ে এই মামলা করেন। প্রধান আসামি জাকারিয়ার মা চায়না বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলেন মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫) ও ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০) এবং স্থানীয় বাসিন্দা মনি বেগম (৩০), পিয়ারা বেগম (৫০), মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), নজমুল ইসলাম (৩০), হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের আফতাব উদ্দিন (৫০) ও জামুরাইল গ্রামের মনোয়ারা বেগম (৫০)। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দিলীপ কান্ত নাথ বলেন, ‘খুনের ঘটনায় জড়িত ও এজাহারভুক্ত আসামি চায়না বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তিন দল কাজ করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন জায়গা জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত