নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মীদের নির্যাতনের শিকার হয়ে তিন কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শিবগঞ্জ লামাপাড়া এলাকার ওই পুনর্বাসন কেন্দ্রের চার তলা ভবনের ভেন্টিলেটর ভেঙে কার্নিশে উঠে তিন কিশোরী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকার লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওই তিন কিশোরী জানায়, পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বরতদের নির্যাতনের কারণে তারা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।
উদ্ধার হওয়া তিন কিশোরীর বয়স ১৫, ১৪ ও ১৩ বছর। তাদের বাড়ি যথাক্রমে ঢাকা, কুমিল্লা ও সুনামগঞ্জে।
ঘটনা জানাজানি হলে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান স্থানীয় সাংবাদিকেরা। ভুক্তভোগী এক কিশোরী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলে, ‘আমাদের নিয়া যান, আমরা এখানে ভালো নেই। আমাদের অন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেন। আপনারা যাওয়ার পর শরিফা, কণিকা ও রাবেয়া ম্যাডাম আবারও নির্যাতন করবে। আমরা এমনি এমনি আত্মহত্যার চেষ্টা করিনি। আমাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। এর চেয়ে মরে যাওয়া ভালো।’ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওই কিশোরীর।
তবে এ বিষয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে অভিযুক্ত কারওর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে ভবনের ভেন্টিলেটর ভেঙে কার্নিশে উঠে তিন কিশোরী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্থানীয়রা ভবনের নিচে অবস্থান নেন। তাদের আত্মহত্যা না করার জন্য নানাভাবে বোঝাতে থাকেন। এই ফাঁকে কিছু লোক জানালার গ্রিল ভেঙে কার্নিশ থেকে তাদের উদ্ধার করেন।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক বাসুদেব দেবনাথের মোবাইল ফোনে কল করা হলে ঘটনা সম্পর্কিত প্রশ্ন শুনেই ‘নেটওয়ার্ক সমস্যা’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ওই তিন কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ সেখানে যায়। তবে তারা আত্মহত্যার চেষ্টা করেছে এমন কোনো বিষয় তাঁরা জানেন না।
সিলেট শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কর্মীদের নির্যাতনের শিকার হয়ে তিন কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শিবগঞ্জ লামাপাড়া এলাকার ওই পুনর্বাসন কেন্দ্রের চার তলা ভবনের ভেন্টিলেটর ভেঙে কার্নিশে উঠে তিন কিশোরী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকার লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করেন।
ওই তিন কিশোরী জানায়, পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বরতদের নির্যাতনের কারণে তারা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।
উদ্ধার হওয়া তিন কিশোরীর বয়স ১৫, ১৪ ও ১৩ বছর। তাদের বাড়ি যথাক্রমে ঢাকা, কুমিল্লা ও সুনামগঞ্জে।
ঘটনা জানাজানি হলে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান স্থানীয় সাংবাদিকেরা। ভুক্তভোগী এক কিশোরী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলে, ‘আমাদের নিয়া যান, আমরা এখানে ভালো নেই। আমাদের অন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেন। আপনারা যাওয়ার পর শরিফা, কণিকা ও রাবেয়া ম্যাডাম আবারও নির্যাতন করবে। আমরা এমনি এমনি আত্মহত্যার চেষ্টা করিনি। আমাদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। এর চেয়ে মরে যাওয়া ভালো।’ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওই কিশোরীর।
তবে এ বিষয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে অভিযুক্ত কারওর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে ভবনের ভেন্টিলেটর ভেঙে কার্নিশে উঠে তিন কিশোরী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্থানীয়রা ভবনের নিচে অবস্থান নেন। তাদের আত্মহত্যা না করার জন্য নানাভাবে বোঝাতে থাকেন। এই ফাঁকে কিছু লোক জানালার গ্রিল ভেঙে কার্নিশ থেকে তাদের উদ্ধার করেন।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক বাসুদেব দেবনাথের মোবাইল ফোনে কল করা হলে ঘটনা সম্পর্কিত প্রশ্ন শুনেই ‘নেটওয়ার্ক সমস্যা’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ওই তিন কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ সেখানে যায়। তবে তারা আত্মহত্যার চেষ্টা করেছে এমন কোনো বিষয় তাঁরা জানেন না।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে